natselrox wrote:"মনে হচ্ছে যেন ভিজে মাটির গন্ধ পাচ্ছি, কোথায় যেন বর্ষা নেমেছে।"
অচলায়তন।

.
Moderator: Senior Moderators
natselrox wrote:Exactly ei question ta ami onek din dhore bhabchhi! Kachher lok kicchu bollo ba korlo, tar fole ek odbhut raag, dukkho meshano feeling, er english protishobdo achhe ki?
natselrox wrote:Samsad online:
অভিমান (p. 0063) [ abhimāna ] n pride, vanity; self-respect, self-esteem, dignity, amour propre; egotism; huff; tiff; state of one's feel ing being hurt; offended state of mind; sensitiveness. অভিমানী a. proud; vain; (excessively) self-respecting, self-con ceited; dignified, exalted, noble; ego tistic; one whose feelings are hurt, of fended; in a huff; sensitive; (loos.) maudlin; touchy, thin-skinned, easily stung. ☐ n. such a person. fem. অভিমানিনী ।
murshid wrote:গতকাল ‘গোরস্থানে সাবধান’ দেখলাম। দারুন লাগল। ‘কৈলাসে কেলেঙ্কারি’-এর চেয়ে অনেক ভাল হয়েছে। But I was thinking, সব্যসাচীর বয়স বেড়ে যাচ্ছে। Is there anyone else who can play ফেলুদা when সব্যসাচী gets too old to play the role?
.
natselrox wrote:সত্যি! ফেলুদার প্রচুর বয়স হয়ে যাচ্ছে l 'গোরস্থানে' তো প্রায়-ই একটা নাদুস-নুদুস ভুঁড়ি দেখতে পাওয়া যাচ্ছিল! এবার নতুন কাউকে লাগবে l
And who do you see slipping into Feluda’s shoes after Sabyasachi?
I personally feel very bad when I think that a day will come when we won’t be able to make any more Feluda films with Sabyasachi. Of the present batch of actors, I cannot think of anyone else who can become Feluda. But we will have to think of a new trio later. And that will be a hell of a job (laughs).
আমি ওল্ড ফুলস ক্লাবের আড্ডায় প্রায়ই ঈশ্বর-বিষয়ক একটি গল্প বলি। পাঠকদের গল্পটি জানাচ্ছি। ধরা যাক এক কঠিন নাস্তিক মঙ্গল গ্রহে গিয়েছেন। সেখানকার প্রাণহীন প্রস্তরসংকুল ভূমি দেখে তিনি বলতে পারেন-একে কেউ সৃষ্টি করেনি। অনাদিকাল থেকে এটা ছিল। তার এই বক্তব্যে কেউ তেমন বাধা দেবে না। কিন্তু তিনি যদি মঙ্গল গ্রহে হাঁটতে হাঁটতে একটা ডিজিটাল নাইকন ক্যামেরা পেয়ে যান, তাহলে তাঁকে বলতেই হবে এই ক্যামেরা আপনা-আপনি হয়নি। এর একজন সৃষ্টিকর্তা আছে। মনে করা যাক ক্যামেরা হাতে তিনি আরো কিছুদূর গেলেন, এমন সময় গর্ত থেকে একটা খরগোশ বের হয়ে এল। যে খরগোশের চোখ নাইকন ক্যামেরার চেয়েও হাজার গুণ জটিল। তখন কি তিনি স্বীকার করবেন যে এই খরগোশের একজন সৃষ্টিকর্তা আছে?
মনে হয় স্বীকার করবেন না। কারণ, নাস্তিক আস্তিক দুই দলই জেগে ঘুমিয়ে থাকার ভান করে বলে তাদের ঘুম ভাঙানো যায় না। বিপদে পড়ে সন্দেহবাদীরা। যতই দিন যায় ততই তাদের সন্দেহ বাড়তে থাকে। বাড়তেই থাকে।
natselrox wrote:Cliched, boka-boka... Jodio khub aschorjer kichhu na...
natselrox wrote:Jasshala, bangladesher e ki obostha?!
http://freethoughtblogs.com/pharyngula/ ... st-see-tv/
Users viewing this topic: No registered users and 1 guest