#122
by natselrox » Dec 01, 2011 6:24 am
তবে এটাতেও একটা মজা আছে, তাই না? মানে ধর, কেউ ipad এ "পল্লীসমাজ" পড়ছে, সেই ছোট ছোট বাড়ি, গ্রামের রাস্তা, সেই পুরনো দিনের মান-অভিমান, ভালবাসা, এগুলোর সাথে বর্তমান প্রজন্ম হয়ত ততটা connect করতে পারবে না... কিন্তু ipad এ সে জিনিস পড়ে connect করার যে struggle, সেই বৈপরীত্যের মধ্যেও কোথাও যেন একটা অদ্ভূত সুন্দর ব্যাপার লুকিয়ে রয়েছে... একভাবে দেখলে এই পাল্টে যাওয়া সময়ের সাথে মানিয়ে নেওয়া, অন্ততপক্ষে চেষ্টা করা, না মানাতে পারার কষ্ট, মানিয়ে নেওয়ার আনন্দ, এগুলো তো নতুন নয়, তাই এই সংঘাতটা আমার তো বেশ লাগে... আর যদ্দিন আমাদের ঠাকুমা, দাদুদের প্রজন্মটা বেঁচে আছে তদ্দিন এগুলোর মজাটা আরো বেশি... বাংলায় লিখছি বহুদিন পর, বেশ লাগছে... আরো কিছুটা ভাট বকি, কিছু মনে করো না!
প্রতিবছর পুজোর সময় মামাবাড়ি যাই, মানে অষ্টমী থেকে দশমী, একদম বাঁধা ব্যাপার! শ-খানেক আত্মীয়-স্বজন, গুচ্ছের cousins সব মিলিয়ে হই-হই ব্যাপার... মামার বাড়িতেই পুজো হয়, সেই পুরনো জমিদার বাড়ি, সদরবাড়ি, বাড়ির বাইরে হেঁসেল, একধারে আমিষ রান্না, একধারে নিরামিষ, গ্রামের রাস্তা, ছোট্ট শিবমন্দির, বাতাবি লেবু, পেয়ারা গাছ... যেমন হয়... মজাটা হলো, এখন সবাই বাইরে থাকে, বেশিরভাগ কলকাতা, কেউ অন্য শহর, কেউ বিদেশে, তো সবাই এসে যখন জড়ো হয়, মানে যখন আড্ডা গুলো বসে আর কি, তখন দেখি, blackerry iphone আরো না জানি কত বাহারের laptop ইত্যাদির মাঝখানে হয়ত কেউ এসে আলুর চপ আর চা দিয়ে গেল, ফোনে boss এর সাথে ইংরিজি তে কথা বলছে ভাত আর কলমি শাক খেতে খেতে... সবচেয়ে করুণ অবস্থা আমাদের পরের generation টার, তারা KFC McDonalds খাওয়া বাচ্চা, কলমি শাক একদমই রোচে না, তাও বাবা মা হয়ত বলছে, "খেয়ে দেখো, সোনা... Eat it or I will call that angry teacher from school এই সব!" তারা বাইরে গিয়ে একটাও গাছ চেনে না, ভাবে আলু বুঝি গাছ থেকে পেড়ে খেতে হয়... village ভ্রমণ শেষ হলে, আবার মুখ গোঁজে PSP তে, এরা শরতচন্দ্র পড়ে নি, কিন্তু এদের শরত্চন্দ্র পড়া দরকার, তাহলে transition টা smooth হবে, নাহলে কোথাও যেন একটা ফাঁক থেকে যাবে, একটা discontinuity, বুঝি একটা সমাজ, একটা culture তার identity হারাবে... ipod এ "গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ..." বাজাটা দরকার, ipod এর জন্য, রাঙ্গা মাটির পথের জন্য, আর সর্বোপরি আমাদের নিজেদের জন্য...
When in perplexity, read on.
"A system that values obedience over curiosity isn’t education and it definitely isn’t science"